বড়লেখা আমার প্রিয় একটি শাখা: ইলিয়াস কাঞ্চন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২১, ১:৪৪:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার চলমান কার্যক্রম ও পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কমিটির সাথে জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল ৪ টায় জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি বড়লেখা শাখার সদস্যগণ অংশগ্রহণ করেন।
উক্ত জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এস এম আজাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সহ সভাপতি মার্জানুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক মাও মাছুম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান রুম্মান, সারওয়ার আলম, এনাম উদ্দিন, সুমন বৈদ্য সহ প্রমুখ।
বড়লেখা উপজেলা শাখার সদস্যদের বক্তব্য শুনে প্রধান অতিথি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বড়লেখা উপজেলা আমার প্রিয় একটি শাখা। তিনি আরও বলেন, নিসচা বড়লেখার কার্যক্রম কে আমি বিভিন্ন শাখার সম্মুখে উদাহরণ হিসেবে উপস্থাপন করি এবং নিরাপদ সড়ক গঠনে ও বর্তমান মহামারী করোনায় সচেতনতা মূলক কর্মকান্ড নিঃসন্দেহে প্রসংশনীয়। নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।