‘আমার কোনো পিএস/এপিএস থাকবে না, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২১, ১:৫২:৫৬ অপরাহ্ন

আমি ফেঞ্চুগঞ্জের তরুণদের কর্মসংস্থানের দিকে বিশেষ খেয়াল রাখবো। আমার অনেক দিনের স্বপ্ন ফেঞ্চুগঞ্জকে পৌরসভা করা। আর সার কারখানাসহ কোথাও চাকরি পেতে ঘুষ দেয়া লাগবে না।
আশফাক জাকারিয়া, ফেঞ্চুগঞ্জ থেকে: ‘আমি যদি নির্বাচিত হই আমার কোনো পিএস/এপিএস থাকবে না। আমার সাথে দেখা করতে কাউকে কোনো টাকা পয়সা ঘুষ দেওয়া লাগবে না। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ফেঞ্চুগঞ্জের তরুণদের কর্মসংস্থানের দিকে বিশেষ খেয়াল রাখবো। আমার অনেক দিনের স্বপ্ন ফেঞ্চুগঞ্জকে পৌরসভা করা। আর সার কারখানাসহ কোথাও চাকরি পেতে ঘুষ দেয়া লাগবে না।’
বলেছেন সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় ১৭ জুন বৃহস্পতিবার বিকালে একটি কমিউনিটি সেন্টারে বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।
এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। তিনি বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এছাড়াও এ বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, এড.রঞ্জিত সরকার, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন আব্বাস, উপপ্রচার সম্পাদক মতিউর রহমান মতি, জেলা আওয়ামীলীগ নেতা এ.আর সেলিম, সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসুর সদস্য দেওয়ান গৌছ সুলতান, মহানগর আওয়ামীলীগ নেতা এড.জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মিসবাহ আহমদ চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, রাজু আহমদ রাজা, মীর শওকাত হোসেন তরুু, বদরুল ইসলাম, আব্দুল কাদির খান, মামুন আহমদ নেওয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক মুহিব উদ্দিন বাদল, শাহ মুজিবুর রহমান জকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, আব্দুল আউয়াল খসরু, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম, ঘিলাছড়া ইউ পি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এবি.এম কিবরিয়া মইনুল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিজন দেব নাথ, অর্থ বিষয়ক সম্পাদক ডি.এম ফয়সল, হাজী ময়নুল ইসলাম,আব্দুল মতিন, সাইফুল ইসলাম, নজমুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুম্মান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শামা, উপজেলা কৃষকলীগের সভাপতি খলিলুর রহমান পলা, সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, শ্রমিকলীগ নেতা শাহাবুদ্দিন সিহাব, জেলা তাঁতি লীগের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বির,
যুবলীগের আহ্বায়ক মাশার আহমদ শাহ, আওয়ামীলীগ নেতা রিকেশ দে রন্টু, লোকমান আহমদ, দিদারুল ইসলাম সিহাব মুজিবুর রহমান, নাসির উদ্দিন রুজু প্রমুখ।




