জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ইসি মিটিং ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২১, ১:০৭:০৬ অপরাহ্ন
এ রহমান অলি, লন্ডন : গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সাউথ ইষ্ট রিজিয়নের কার্যকরি কমিটির মিটিং ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন রবিবার লন্ডনে জিএসসি’র কেন্দ্রীয় কার্যালয়ে সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী ফজলুল করিম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সাউথ ইস্ট রিজিওনের বিভিন্ন ব্রাঞ্চের নির্বাচন ও সামার ট্রিপ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুছ। উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রিজিওনের চেয়ারপার্সন আলহাজ্ব মোহাম্মদ ইছবাহ উদ্দিন।
সভায় উপস্থিত সদস্যদের নিকট সংগঠনের নতুন মেম্বারশীপ কার্ড হস্তান্তর করেন রিজিওনের সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী।
সভার শেষ পর্বে করোনায় মৃত্যুবরণকারী আব্রুজ আলী, দেওয়ান হাবীব চৌধুরী, গোলজার হোসেন, কবি নজরুল ইসলাম ও কাউন্সিলার ফয়জুর রহমানের মা-সহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। সেই সাথে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। এবং দেশ বিদেশের সবার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়া পরিচালনা করেন সাউথ ইস্ট রিজিওনের সহঃসভাপতি মওলানা রফিক আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আব্দুল আজিজ, আঃ গফুর, আব্দুল মালিক কুটি, সূফী সোহেল আহমদ, মামুনুর রশিদ, মওলানা রফিক আহমদ, মওলানা আঃ কুদ্দুছ, জাহাংগীর খান, সাংবাদিক ছমির উদ্দিন, এ রহমান অলি, মোহাম্মদ আবুল কালাম, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, আজম আলীসহ আর ও অনেকে।