শফি চৌধুরীকে বিএনপির শোকজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২১, ২:৫৯:০৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
গতরাতে পাঠানো নোটিশের জবাব জানতে চেয়ে তাকে ৩ দিন সময় দেয়া হয়েছে। মঙ্গলবার ১৫ জুন রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে ৮২ বছর বয়সের নেতা শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। বুধবার ১৬ জুন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সাহেল প্রিন্স এ তথ্য জানান।




