সিলেট-৩ উপনির্বাচন: ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২১, ৯:২৯:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনে আজ মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয় প্রার্থী। আগামী ২৮ জুলাই ভোট গ্রহণ হবে।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ কংগ্রেসের মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, ফাহমিদা হোসেন ও শেখ জাহিদুর রহমান।




