‘বিএনপি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আমি নির্বাচন করবো’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২১, ৯:০৪:৫৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ‘স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আমি নির্বাচন করবো। আমার হারানোর কিছু নেই। এ অঞ্চলের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করেছি আজীবন। তাই যতদিন বেঁচে আছি এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই’, বলেছেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী।
সোমবার ১৪ জুন দুপুরে যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সবসময় দল-মতের উর্ধ্বে থেকে কাজ করার চেষ্টা করেছি। অতীতে তার প্রমাণ পেয়েছেন এ অঞ্চলের মানুষ। বর্তমান উপনির্বাচনে এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে দলের উর্ধ্বে গিয়েই নির্বাচনে অংশ নিয়ে এ অঞ্চলের উন্নয়ন করতে চাই। তিনি আগামীকাল মঙ্গলবার ১৫ জুন সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান।
শফি আহমদ চৌধুরী ২০০১ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের কাছে পরাজিত হন তিনি।




