জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২১, ৯:০৭:৫৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: করোনায় মৃত্যুবরণকারী দেশ ও দেশের বাইরে জালালাবাদ এসোসিয়েশনের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে জুম ভিডিও কলের মাধ্যমে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।
১১ জুন শনিবার এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ও এসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমিন।
আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সভার প্রারম্ভে সভাপতি সংযুক্ত সকলকে অভিনন্দন জানিয়ে এসোসিয়েশনের সহ-সভাপতি ও ভবন ট্রাস্টের সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরীকে বৈশ্বিক মহামারিতে সিলেট অঞ্চলের মৃত্যুবরণকারী সকলের নাম উপস্থাপনের অনুরোধ করেন। কাইয়ুম চৌধুরী তা উপস্থাপন করেন। এসোসিয়েশনের পক্ষ থেকে যাদেরকে স্মরণ করা হয় তাঁরা হলেন, জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী উপদেষ্টা জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, সৈয়দ আব্দুল মুক্তাদির সাবেক সভাপতি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, কামাল আহমদ গাজী সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, এম এ রশিদ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, নুরুল হোসেন খান সাবেক কার্যনির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান এন.বি.আর, মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত মুক্তিযুদ্ধের সেক্টর কামান্ডার, সেগুফতা বখত চৌধুরী (এস.বি চৌধুরী) সাবেক গর্ভনর বাংলাদেশ ব্যাংক, বিচারপতি আব্দুল হাই চেয়ারম্যান শ্রম আপীল ট্র্যাইবুনাল, ভাষাসৈনিক জাকারিয়া খান চৌধুরী বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্ঠা, মাহমুদ উস সামাদ চৌধুরী সংসদ সদস্য সিলেট ৩, প্রফেসর ডা. মো: তাহির সাবেক ভিসি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সফিকুল হক চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি আশা, প্রফেসর ড. আতফুল হাই শিবলী সাবেক সদস্য ইউজিসি, ফয়জুর রহমান চৌধুরী সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার, শামীম কবির চৌধুরী সাবেক কার্যনির্বাহী সদস্য জালালাবাদ এসোসিয়েশন, এম এস আই চৌধুরী সদস্য এন.বি.আর, এম ফয়জুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ভাই, হাফিজ মজির উদ্দিন – প্রবাসী মুক্তিযোদ্ধের সংগঠক, জিয়া উল ইসলাম চৌধুরী অতিরিক্ত সচিব ও সাবেক চেয়ারম্যান আর.ই.বি, আব্দুল মুকিত খান সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা সমিতি, প্রফেসার সৈয়দা শওকত আরা মুক্তাদির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদির সাহেবের সহধর্মীনি, সুরাইয়া ইয়াসমিন সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার সহধর্মীনি, হোসনে আরা ওয়াহিদ সাবেক এম.পি, ডা. মঞ্জুর রশিদ চৌধুরী সাবেক সিনিয়র কনসালটেন্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বদর উদ্দিন কামরান সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন, এম এ হক বিশিষ্ট রাজনীতিবিদ, হাসান শাহরিয়ার সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব, সালাহ উদ্দিন আলী আহমদ সাবেক সভাপতি সিলেট চেম্বার অব কমার্স, দিলদার হোসেন সেলিম সাবেক এম.পি, হাফছা মজুমদার সংসদ সদস্য জনাব হাফিজ আহমদ মজুমদারের সহধমীর্নি, মনির উদ্দিন আহমেদ সাবেক কমিশনার দুদক, ডা. মইন উদ্দিন এসোসিয়েট প্রফেসর সিলেট এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কামাল আহমদ সাবেক সভাপতি জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্র, এনামুল হক চৌধুরী কোষাধ্যক্ষ জালালাবাদ এসোসিয়েশন ইউ কে, জিয়া উদ্দিন আহমদ চৌধুরী বনা, আলহাজ খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রকৌশলী চিত্ত রঞ্জন দাস, তৌফিকুল আলম চৌধুরী, গুলশান আরা চৌধুরী, শওকত আরা চৌধুরী, জাহেদ হাসান, আজির উদ্দিন, আজমত হোসেন, তানিয়া খানম, ইয়াহিয়া বখত, প্রফেসর এম এ হাশিম, জেবুন্নেছা বেগম, ইফতেখার আহমদ দোলন, কামরুল হাছান চৌধুরী, আবুল খায়ের, হাজী সিরাজ উদ্দিন, রফিকুন নেহার চৌধুরী, বাবুল মিয়া, অহিদা খানম চৌধুরী, ডা. সালেহ উদ্দিন আহমদ চৌধুরী, জুলকার নাইন জায়গীরদার আফতাবুর রহমান, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, শুয়েব আহমেদ চৌধুরী, শামীমা চৌধুরী, রেহনুমা নুছরাত চৌধুরী, আদম আলী চৌধুরী কার্যনির্বাহী সদস্য সেলিম মিয়া চৌধুরীর পিতা, হাজী সুরত আলী সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান এর পিতা, প্রফেসর ড. আতাউর রহমান চৌধুরী অধ্যক্ষ – ন্যশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, এ এইচ এম ফজলুল হক অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার, আহম্মদ শাহরিয়ার চৌধুরী, আব্দুল খালেক সাবেক অতিরিক্ত আইজি – বাংলাদেশ পুলিশ, ডা. আহমদ শরিফ ডেন্টিস্ট, রুহুল হোসেন চৌধুরী সাবেক যুগ্ম সচিব বাংলাদেশ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আর্ত মানবতার সেবায় জালালাবাদ এসোসিয়েশন যুগ যুগ থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় করোনাকালীন সময়ে জালালাবাদ এসোসিয়েশন বিভিন্ন কার্যক্রম বিশেষ করে সিলেট অঞ্চলে আইসোলেশন সেন্টার তৈরিতে সহায়তা এবং দরিদ্র জনগনকে আর্থিক সহায়তা করায় স্বদেশে ও প্রবাসে সকল পর্যায়ের জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সভায় জাতীয় অধ্যাপিকা বেগম শাহালা খাতুন জালালাবাদ এসোসিয়েশনের সকল কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান ও ভবিষ্যতে এই সকল সেবামুলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।
এসোসিয়েশনের সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের পর আলোচনায় আরও অংশ নেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি , ডা. সি এম দিলওয়ার রানা, সাবেক পুলিশের আইজিপি মুদাব্বির হোসেন চৌধুরী, দুদকের সাবেক সচিব দেলোয়ার বখত, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, বনমালি ভৌমিক, আনোয়ার চৌধুরী, ডা. সৈয়দ মোশতাক আহমদ, জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী চৌধুরী হেলাল, জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের সহ-সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, রফি আহমেদ বেগ সাবেক কার্যনির্বাহী সদস্য, এড. বদরুল প্রমুখ।
সভা শেষে এসোসিয়েশনের আজীবন সদস্য মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী দোয়া পরিচালনা করেন। দোয়ায় করোনায় মৃত্যু বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও বিশ্বের সকল করোনায় আক্রান্তদের আশু রোগমুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।