সিলেট-৩ আসনে জাপা প্রার্থী আতিকের প্রচারণা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২১, ৬:৫৩:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনে আগামীর এমপি হওয়ার লড়াইয়ে আজ থেকে মাঠে নেমেছেন জাতীয় পার্টির প্রার্থী দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। রোববার ১৩ জুন দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিশাল গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শাহজালাল রহ: মাজার ও শাহপরাণ রহ:-এর মাজার জিয়ারতে যান আতিক। জিয়ারত শেষে তিনি আনুষ্ঠানিক প্রচারণায় নামার ঘোষণা দেন।