৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না শনিবার সিলেটের যে উপজেলায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২১, ১২:২০:২১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ১২ জুন শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনে জরুরি মেরামত, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি ম্যানেজার ভজন কুমার বর্মণ মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্লী বিদ্যুৎ বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৩ কেভি সঞ্চালন লাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে সঞ্চালন লাইনের পাশাপাশি বিদ্যুৎ লাইনের ওপরে থাকা গাছের ডালাপাল ছাঁটাই করা হবে। তবে প্রাকৃতিক বিপর্যয় ঘটলে মেরামত ও উন্নয়নকাজ স্থগিত করা হবে।