দেশে করোনায় মৃত্যু ১৩ হাজার ছাড়াল, আজ মৃত্যু ৪৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২১, ৫:৪০:৩৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার ৪৩ জনসহ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৩ হাজার ৩২ জনের মৃত্যু হলো।
আজ শুক্রবার ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩২ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।
আগের ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৫৭৬ জন। ওই সময় করোনায় মৃত্যু হয় ৪০ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, ১১ জনের। এরপর চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৭ জন, রংপুরে ৪ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। সিলেট বিভাগে কোনো মৃত্যু হয়নি।
এ সময় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে ৬৮২ জন। এরপর খুলনা বিভাগে ৫৯৯, ঢাকা বিভাগে ৪৮০, চট্টগ্রাম বিভাগে ৩৭০, রংপুর বিভাগে ১৩১, সিলেট বিভাগে ৯৪, ময়মনসিংহ বিভাগে ৭১ এবং বরিশাল বিভাগে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।