দেশে একদিনে শনাক্ত ২৫৭৬, মৃত্যু ৪০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২১, ৭:৩২:৫৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৯৮৯ জনে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৭৬ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে।
বৃহস্পতিবার ১০ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৬৯টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৪৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।




