আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপিসহ ২ অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২১, ৮:২৪:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ভারতীয় রুপি জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বুধবার দুপুরে আটককৃতদের অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলো, সুনামগঞ্জে ওয়েজখালী এলাকার মৃত সামছুল হকের ছেলে মো. সুলেমান (৩৪) এবং মো. আবদুল মান্নানের ছেলে মো. আবিদ হাসান (২৪)।
র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের যৌথ নেতৃত্বে সুনামগঞ্জ সদরের এহসান মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আসামীদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করে র্যাব।