দেওয়ান গৌস সুলতান আওয়ামীলীগের মনোনয়নপত্র নিয়েছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ১০:৫২:৩৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট-৩ আসন উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ডাকসু’র সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান গৌস সুলতান।
মঙ্গলবার (৮ জুন) বিকেলে আওয়ামীলীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী দেওয়ান গৌস সুলতান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ডাকসুর রব-মাখন পরিষদ থেকে ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছিলেন। উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।