সিলেট-৩ আসনে শফি চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ১০:২১:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ শফি আহমদ চৌধুরী।
তাঁর প্রেস সচিব রাজু আহমদ মিডিয়াকে জানিয়েছেন এ তথ্য।
শফি আহমদ চৌধুরী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।