ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর গালে চড়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ৮:৩৬:০৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর গালে আঘাত করেছেন এক লোক। মঙ্গলবার ৮ জুন ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলে এক সরকারি সফরে গিয়ে এ ঘটনার শিকার হলেন ফরাসি প্রেসিডেন্ট।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাঁখো ভ্যালেন্স শহরে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছিলেন। এ সময় এক ব্যক্তি তার গালে চড় মারেন। একজন ফরাসি ভাষায় চিৎকার করে কথিত ম্যাঁখোবাদের নিন্দা করেন এসময়।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মকর্তারা তাৎক্ষনিক ওই যুবককে আটক করেন। এছাড়া আরও একজনকে আটক করার খবরও জানা গেছে। ফ্রান্সের রাজনীতিবিদরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স সে সময় দেশটির পার্লামেন্টে অবস্থান করছিলেন। ঘটনার কিছুক্ষণ পর পার্লামেন্টে তিনি এ ঘটনাকে গণতন্ত্রের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রের অর্থ হলো বিতর্ক ও বৈধ উপায়ে মতভিন্নতা। কিন্তু গণতন্ত্রের অর্থ কখনই কোনো মৌখিক আগ্রাসন বা সাম্যতম শারীরিক আক্রমণ নয়।
ঘটনার পরপরই ফ্রান্সের বামপন্থী নেতা জ্যান-লাক ম্যালেনচান এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ম্যাঁখোর প্রতি সংহতি জানিয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি