দুবাইয়ে করোনার টিকা নেয়া শিশুদের জনসমাগমে যেতে বাধা নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ৪:৫৯:২৩ অপরাহ্ন
আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনার ভ্যাকসিন নেওয়া শিশুদের জনসমাগমে যেতে পারার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। গত মাসে দুবাই কর্তৃপক্ষ বিয়ে ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য সংশোধিত সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছিল।
দুবাই কর্তৃপক্ষ জানায়, ‘মে মাসে দুবাই সুপ্রিম কমিটি অব ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’র সর্বশেষ ঘোষণাপত্র অনুসারে, ব্যক্তিরা কেবলমাত্র সামাজিক মজলিসে অংশ নিতে পারবেন। যদি তাদের সম্পূর্ণ টিকা দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজের দুই সপ্তাহ পরে সম্পন্ন হয়। এর মধ্যে শিশুও রয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘১২ বছরের কম বয়সের শিশুদের বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, ক্রীড়া ইভেন্ট এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি নেই। তবে এই জাতীয় ইভেন্টগুলোতে অংশ নিতে ১২ বছরের বেশি বয়সী শিশুদের অবশ্যই টিকা নিতে হবে।’
উল্লেখ্য, স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রক মে মাসে সংযুক্ত আরব আমিরাতে ১২ থেকে ১৫ বয়সের শিশুদের জন্য ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।