শনাক্ত হয়েছে ছিনতাইকারী, পরিকল্পনামন্ত্রীর আইফোনটি পাওয়া যাবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ৩:৫৫:২৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক :পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তাঁর আইফোনটি যে নিয়েছে তাকে শনাক্ত হয়েছে। তিনি আশাবাদী ফোনটি পাওয়া যাবে।
মঙ্গলবার (০৮ জুন) মন্ত্রণালয়ে একনেক সভায় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
গত ৩০ মে পরিকল্পনামন্ত্রী অফিস শেষে বিজয় সরণি হয়ে বাড়ি ফিরছিলেন। বিজয় সরণি সিগনালে মন্ত্রীর গাড়িবহর জ্যামে আটকে ছিল। এ সময় তিনি গাড়ির জানালার কাচ নামিয়ে ফোনে কথা বলা বলছিলেন। চোখের পলকে ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার মোবাইল ফোন ফিরে পাওয়ার ব্যাপারে মন্ত্রী বলেন, ফোন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি, আমাদের সেই প্রযুক্তি আছে। যে ব্যক্তি ফোন নিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে।