সিলেটে সন্ধ্যায় হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২১, ১২:৩৩:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেটে সোমবার (৭ জুন) সন্ধ্যায় হওয়া দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর এলাকা।
তথ্যটি জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেছেন, সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা তার আশেপাশ এলাকা।
আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফায় এবং এর এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।