আবার দু দফা ভূমিকম্প সিলেটে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২১, ৯:১৭:১১ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেটে এক মিনিটের ব্যবধানে দু দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ৯ দিন আগে ২৯ মে কয়েক ঘন্টার ভিতর ৬ বার ভূমিকম্প হয়।
আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফা এবং এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং এর উৎপত্তিস্থল সিলেট জোন।