সিলেট-৩ আসনসহ তিন উপনির্বাচন: ঋণ খেলাপির তথ্য চেয়েছে ইসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২১, ১১:৫৩:৫২ অপরাহ্ন
অনুপম ডেস্ক : আগামী ১৪ জুলাই সিলেট-৩ আসনসহ তিনটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট-৩, ঢাকা-১৪, ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঋণ খেলাপির তথ্য চেয়েছে ইসি। আসনগুলোর উপনির্বাচনে ঋণখেলাপিদের চিহ্নিত করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। মূলত যারা উপনির্বাচনে প্রার্থী হবেন, তাদের কারো খেলাপি ঋণ আছে কিনা, সেই তথ্য জানাবে অর্থ মন্ত্রণালয়।
তথ্য চেয়ে আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব বরাবরে চিঠি দিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের উদ্যোগ নেয় ইসি। এ উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা প্রার্থী হওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। ২৪ জুন হবে প্রতীক বরাদ্দ।
মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আইন ও বিধি অনুসারে ঋণখেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। উল্লিখিত নির্বাচনে ঋণখেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিল করলে যেন তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সেজন্য আইনে নির্ধারিত সব ব্যাংক হতে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।’
‘মনোয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং সে আলোকে বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা দেয়া প্রয়োজন।’
চিঠিতে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে দেয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকার নির্দেশনা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে।




