ব্রিটিশ রাজপরিবারে নতুন সদস্য এসেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২১, ১২:৪৩:০৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল কন্যাশিশুর বাবা-মা হয়েছেন। শুক্রবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা হাসপাতালে ব্রিটিশ রাজপরিবারের নতুন এ সদস্যের জন্ম হয়েছে। তবে শিশু সন্তানের জন্মের দুই দিন পর রোববার এ খবর ঘোষণা করলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
রোববার প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল যৌথ বিবৃতিতে জানান, পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে— লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।
উল্লেখ্য, ‘লিলিবেট’ ব্রিটেনের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথের ডাকনাম। আর ‘ডায়না’ হলেন প্রিন্স হ্যারির মা। মূলত প্রিন্স হ্যারির মা এবং দাদির প্রতি শ্রদ্ধা জানাতে নবাগত শিশুর এ নাম রাখা হয়েছে।
যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন। হাসপাতাল ছেড়ে বাড়িতেই অবস্থান করছেন তারা।
এর আগে ২০১৯ সালে পুত্র সন্তানের বাবা-মা হয়েছিলেন হ্যারি-মেগান। তার নাম আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসর।
গত বছর রাজকাজ থেকে সরে দাঁড়ান প্রিন্স হ্যারি। বর্তমানে হ্যারি ও মেগান মার্কেল যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।