মনছোঁয়া কবিতার আলাপ: আঞ্জুমান রোজী সম্পাদিত ‘কবি মুনিরা চৌধুরী/কবিতা ও কাব্য মনস্তত্ত্ব’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২১, ১:৪৩:৩৩ অপরাহ্ন
বই পরিচয়
মনছোঁয়া কবিতার আলাপ: আঞ্জুমান রোজী সম্পাদিত ‘কবি মুনিরা চৌধুরী/কবিতা ও কাব্য মনস্তত্ত্ব’
অনুপম সাহিত্য ডেস্ক: কানাডায় বসে লেখক আঞ্জুমান রোজী সম্পাদনা করেছেন বইটি। ‘কবি মুনিরা চৌধুরী/কবিতা ও কাব্য মনস্তত্ত্ব’। ভাল একটি বই, একটি উল্লেখযোগ্য অনুসন্ধান। সূচিপত্রের ছবি রয়েছে ইনসেটে। ১৭ জন নামি-দামি সাহিত্যিক লিখেছেন প্রয়াত মুনিরা চৌধুরীর সাহিত্যকর্ম নিয়ে। শিল্পের-যে চিরকালের দাবি ইনফেকশাস হওয়া—মন ছোঁয়া—মন ধরে থাকা—মনকে মজানো, তা রয়েছে মুনিরা চৌধুরীর কবিতায়, তা ফুটেছে অন্যরকম ধ্রুপদী মেজাজে; তাতে ফুটেছে মুনিরাহেনা, মুনিরামায়া, ফুটেছে লাল-নীল আগুনের জলসংগীত।
মুনিরা চৌধুরীর একটি কবিতা
নয় দরজার নদী
১.
তোমার সঙ্গে দেখা হয়েছিল নয় বছর আগে
এই নয় বছরে নয়-দরজার-নদী তৈরি করেছি
তুমি কি একবার সময় করে আসবে
জলের জানালাগুলো লাগিয়ে দিয়ে যাবে!
২.
সময় পেরিয়ে যাচ্ছে ছিপছিপে এক মাতামুহুরী নদী
নদী পেরিয়ে যাচ্ছে সময়
হাতের নীলবর্ণ রেখায় এ-কার ছায়া দেখা যায়!
ছাদের উপর বৃষ্টির গুঞ্জন থামছে না কিছুতেই
তানপুরার হৃৎপিণ্ডে আঙুল ফেটে গেলে বুঝতে পারি না
এ-কান্না উচ্চাঙ্গসঙ্গীতের নাকি মাতামুহুরীর
ঘরের জানালা কিছুতেই বন্ধ হয় না
আমাদের জানালায় আটকে রয়েছে নদীর দরজা।
৩.
চাঁদের শরীর থেকে বের হচ্ছে ধূয়া ও শিশির
দুই হাজার বছর আগেকার রাত ছাই হবে দুই হাজার সতের সালে
দু’চোখের অন্ধ ছায়া উড়ে যাচ্ছে অন্ধকারে
পাখিরা নৌকা চালায় বাতাসের নদে
নিঃশ্বাস ফেটে যাচ্ছে ধীরে
গাছের
মানুষের…
ফাটা-নিঃশ্বাসে তুমি কি একবারও আত্নহত্যা করতে আসবে না!
৪.
বিষ পান করছি নাকি বিষের নিঃশ্বাস নিচ্ছি
পান করছি পরমায়ু
প্রজাপতির ডানা লাগিয়ে দিয়েছি
ধীরে চলো
ধীরে চলো
নিমাই সন্ন্যাসীর গ্রাম যে বহু দূর
ঐ দূরত্বে
নিভে যাচ্ছে অতলান্ত এক আত্মার ছায়া…
৫.
কে যেন আমার কন্ঠস্বর থেকে
নিদ্রাতুর কিছু শব্দ লুণ্ঠন করে নিয়ে যায় নিধুয়া পাথারে
অতঃপর কাচের করাত দিয়ে শব্দগুলো কুচি কুচি করে ভাসিয়ে দেয়
আড়িয়াল খাঁ’র বুকে
ভাসে গলাকাটা নদী
ভাসে নারী
ভাসে গলাকাটা নক্ষত্র
শকুনের ডানায় চিৎকার ভাসে জল ও স্থলভূমে…
মৃত্যুর গন্ধ চৌদিকে
দূরে যাই
দূরে যাই
পৃথিবীর কোনো এক রান্নাঘরে আলু-পটল কাটতে ভুলে যাই
আমি আমাকে কেটে ফেলতে ভুল করি না
ওহ পাখি, পরমাত্মা…
আঞ্জুমান রোজী সম্পাদিত বইটি পড়ে পাঠকের চিন্তার জগত সমৃদ্ধ হবে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ কর্তৃক প্রকাশিত বইটি পাঠক সমাদৃত হোক।
পাওয়া যাবে ‘রকমারি’ ‘অথবা’ ও ‘বইবাজার’ থেকে, আর যুক্তরাষ্ট্রে, মুক্তধারা, জ্যাকসন হাইট, নিউইয়র্ক থেকে। আর কানাডায় বইটি পাবেন আঞ্জুমান রোজীর কাছে। তাঁর মেইল- anjumanrosy@ymail.com