সেই সাংবাদিক আটকের প্রতিক্রিয়া: বেলারুশের বিমান চলাচল নিষেধ ইইউ-র আকাশে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২১, ৫:১৬:৩৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর আকাশে বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর এয়ারলাইন্সগুলোকে বেলারুশের আকাশসীমায় প্রবেশ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। খবর বিবিসির।
সাংবাদিক রোমান প্রোতাসেভিচেকে আটক করতে গত ২৩ মে গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানকে যুদ্ধবিমান পাঠিয়ে অবতরণ করতে বাধ্য করে বেলারুশ। পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রায়ানএয়ারের বিমানটি ছিনতাইয়ের অভিযোগ আনে। এ ঘটনার পরপরই ইইউ বেলারুশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর অংশ হিসেবে এবার বেলারুশের বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ।
শুক্রবার (৪ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিতি ইইউর সদর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, বেলারুশের কোনো বিমান আকাশসীমায় প্রবেশ, বিমানবন্দর ব্যবহার করে উড্ডয়ন বা অবতরণে অনুমতি না দেওয়ার জন্য সদস্য দেশগুলোকে বলা হয়েছে।
উল্লেখ্য, বেলারুশের জাতীয় উড়োজাহাজ বেলভিয়া প্যারিস, বার্লিনসহ ইউরোপের প্রায় ২০টি শহরে ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল অ্যাজেন্সি ইউরোকন্ট্রলের তথ্যমতে, বেলারুশের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন অন্তত ৪০০টি যাত্রীবাহী বিমান চলাচল করে।
প্রসঙ্গত, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে দেশটি শাসন করছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে তার সরকার। ২৬ বছর বয়েসি সাংবাদিক, ব্লগার রোমান প্রোতাসেভিচে প্রেসিডেন্ট লুকেশেঙ্কোর কঠোর সমালোচক। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে বেলারুশে। ২০১৯ সাল থেকে তিনি বেলারুশ ছেড়ে ইউরোপের অন্যান্য দেশগুলোতে বাস করছিলেন।
গত মাসে রোমান প্রোতাসেভিচেকে বহন করা একটি বিমান গ্রিস থেকে আরও ১৭১ জন যাত্রী নিয়ে লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে যাচ্ছিল। কিন্তু এফআর-৪৯৭৮ ফ্লাইটটিকে বোমা আতঙ্ক দেখিয়ে যুদ্ধবিমান পাঠিয়ে লিথুনিয়া সীমান্তে পৌঁছার আগেই পূর্ব দিকে ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নিয়ে আসা হয়।
সে সময় রায়ানএয়ারের এক বিবৃতিতে বলা হয়, বেলারুশের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানে সম্ভাব্য নিরাপত্তা হুমকি থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে কাছের মিনস্ক বিমানবন্দরে অবতরণের কথা বলা হয়েছিল। ফ্লাইটরাডার১২৪ ওয়েবসাইট থেকে দেখা যায়, লিথুয়ানিয়া পৌঁছানোর আগে উড়োজাহাজটি পূর্বে মিনস্কের দিকে ঘুরে যাচ্ছে। বিমানটি মোড় নেওয়ার ওই জায়গাটি থেকে গন্তব্যস্থল ভিলনিয়াসই বেশি কাছে ছিল।
রায়ানএয়ার জানায়, মিনস্ক বিমানবন্দরে তল্লাশির পর কিছু পাওয়া যায়নি। পাঁচ ঘণ্টা পর বিমানটিকে উড্ডয়নের জন্য ছেড়ে দেওয়া হয়। পরে জানা যায়, সাংবাদিক রোমান প্রোতাসেভিচে ও তার বান্ধবীকে মিনস্ক বিমানবন্দরে আটক করা হয়েছে।