বড়লেখার বনাখলা পানপুঞ্জি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২১, ১১:২৬:০০ অপরাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশ ও বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল ছোটলেখা চা বাগানের ভিতরের বনাখলা পানপুঞ্জিতে অভিযান পরিচালনা করে খাসিয়াদের পানপুঞ্জি অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এ অভিযানে আরও অংশ নিয়েছিলেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, মৌলভীবাজার জেলার এএসপি (কুলাউড়া সার্কেল) এএসপি সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নানসহ স্থানীয় জনতা। উপজেলা প্রশাসনের গতিশীল ও কার্যকর ভূমিকায় স্থানীয় খাসিয়ারা সন্তুষ্টি প্রকাশ করেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, খাসিয়াদের নিরাপত্তা নিশ্চিতকরণে ও তাদের অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য, সরকারের কাছ থেকে ইজারা নেয়া ছোটলেখা চা বাগানের এক হাজার ৯৬৪ দশমিক ৫০ একর টিলাভূমির ২৭২ একর জমি খাসিয়াদের কাছে উপ-ইজারা দেয় চা বাগান কর্তৃপক্ষ। খাসিয়ারা ওই ভূমিতে বনাখলাপুঞ্জি নির্মাণ করে সেখানে পান চাষ ও পানের ব্যবসা করে আসছেন। পুঞ্জিতে বর্তমানে প্রায় ৩৬টি খাসিয়া পরিবারের দেড় শতাধিক সদস্য থাকে। প্রতিটি পরিবারের আলাদা পানের জুম আছে। গত ২৮ মে বোবারথল এলাকার আব্দুল বাছিত, পিচ্চি আমির, লেছই মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে পুঞ্জিতে ঢুকে তিনটি পানের জুম দখল করে নেয়। এ সময় তারা সেখানে একটি অস্থায়ী ঘরও নির্মাণ করে। তখন জুমে থাকা খাসিয়াদের তারা তাড়িয়ে দিয়ে বলে এক সপ্তাহের মধ্যে তাদেরকে ১০ লাখ চাঁদা না দিলে তারা জুমে প্রবেশ করতে পারবে না। প্রাণের ভয়ে খাসিয়ারা ছোটলেখা চা বাগানের ডাকবাংলোয় আশ্রয় নেন। আজ শুক্রবার সেসব দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযানের সময় দখলদাররা পালিয়ে যায়। তাদের বানানো ঘর ভেঙ্গে ফেলা হয়।