এনআইডি প্রধানের সঙ্গে সেন্টার ফর এনআরবির বৈঠক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২১, ১০:২৮:২৮ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: সেন্টার ফর এনআরবির একটি প্রতিনিধি দল ন্যাশনাল আইডি কার্ড প্রজেক্ট প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা প্রবাসীদের এনআইডি কার্ড প্রদান এবং এই কার্যক্রম প্রচারে কর্তৃপক্ষকে আহ্বান জানান।প্রতিনিধি দল এনআইডি প্রধানকে বিভিন্ন দেশে ভোটার আইডি কার্ড প্রচারণামূলক কার্যক্রম সরেজমিনে পরিচালনার জন্য অনুরোধ করেন। এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ দুপুরে ন্যাশনাল আইডি কার্ড প্রজেক্ট প্রধানের সঙ্গে এক বৈঠকে মিলিতি হন।
সেখানে তারা বিভিন্ন বিষয়ে প্রবাসীদের আইডি কার্ড প্রদান কার্যক্রম গতিশীল করা, কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিভাবে এটাকে একটি আন্তর্জাতিক মানে উন্নত করার বিষয়ে কথা বলেন।
এ সময় এনআইডি প্রজেক্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাসেম মোহাম্মদ ফজলুল কাদের প্রতিনিধি দলের বিভিন্ন কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। প্রতিনিধি দল এনআইডি প্রধানকে এই কার্যক্রম পরিচালনায় প্রবাসীদের সঙ্গে সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রতিনিধি দল নতুন দায়িত্ব নিয়ে এ প্রকল্পে যোগদানের জন্য প্রকল্প পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মোহাম্মদ ফজলুল কাদেরকে অভিনন্দন জানান এবং সেন্টারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।প্রতিনিধি দলটি বলেন, বর্তমান পরিস্থিতিতে এনআইডি প্রজেক্ট নির্বাচন কমিশনার কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা খুবই ঝুঁকিপূর্ণ হবে যেহেতু এ কার্যক্রম একই জনবল ও তথ্য যোগাযোগ ব্যবস্থার অধীনে পরিচালিত হয়।
তারা বলেন, এনআইডি প্রজেক্ট যত বেশি মানসম্পন্নভাবে পরিচালিত হবে ততো বেশি তা আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত হবে এবং দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। যেহেতু বর্তমান পরিস্থিতিতে এনআইডি ছাড়া বহু কাজ সম্পন্ন করা যায় না সেহেতু বিদেশে অবস্থানকারী প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির এনআইডি কার্ড প্রদান খুবই জরুরি।
বৈধপথে রেমিট্যান্স প্রেরণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন এবং এনআইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট পরিচালনা করা কঠিন। সার্বিক বিবেচনায় দেশে-বিদেশে সকল নাগরিককে এনআইডি কার্ড প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রতিনিধি দল গুরুত্ব প্রদান করেন।
বৈঠকে বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাসেম মোহাম্মদ ফজলুল কাদের এনআইডি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং দেশে-বিদেশে এর প্রচারণা চালাতে এনআরবি সেন্টারের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন- ইশ্তিয়াক আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার এম এ রাজ্জাক, সুয়েব চৌধুরী, এবিএম মোস্তাক হোসেন ও সাদাত আহমদ শাওন এবং এনআইডি উইং কর্মকর্তা স্কুয়ার্ডন লিডার কাজী আশিকুজ্জামান।


