বৃটেনের রাণীর শাসনকাল ৭০ বছরে আগামী জুনে, ৪ দিন ব্যাংক হলিডে থাকবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২১, ১০:৫৬:৫০ অপরাহ্ন
অনুপম ডেস্ক : আগামী বছর জুন মাসে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের শাসনকাল ৭০ বছরে পৌঁছবে। এটা হবে যুক্তরাজ্যের কোনো রাজতান্ত্রিক শাসনকর্তার (সম্রাট বা সম্রাজ্ঞি) প্রথম ৭০ বছরে পৌঁছাতে পারা। উদযাপন হবে বছরব্যাপী বৃটেনের রাণীর এ সফলতা। ২০২২ সালের জুনে রাণীর প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ৪ দিনের বাড়তি ব্যাংক ছুটি পাবে নাগরিকেরা।
জাতীয় অনুষ্ঠান সূচিতে বিশ্বের কয়েকটি বড় তারকাদের একই মঞ্চে এনে একটি লাইভ কনসার্ট হবে। উল্লেখ্য, বৃটেনের এ রাণী কেবল বৃটেনের রাণী নন, কমনওয়েলথভুক্ত ১৫টি দেশেরও রাণী তিনি। ২০২২ সালে রাণীর বয়স হবে ৯৬ বছর।
রাণী এলিজাবেথের শাসন সাত দশকে পৌঁছা উপলক্ষে অনুষ্ঠান সূচিতে রাজপরিবারের সদস্যদের সারাদেশ ভ্রমণ রয়েছে। সারাদেশসহ দ্বীপগুলোতেও আলোকসজ্জায় সজ্জিত হবে।
বাকিংহাম প্যালেসে প্ল্যাটিনাম পার্টি কনসার্টে কারা অংশ নিবেন এখনও জানানো হয় নি। তবে এটা নিশ্চিত হাই প্রফাইলের তারকাদের অংশগ্রহণ থাকবে। কমনওয়েলথভূক্ত দেশগুলোতে বহ্নুৎসব হবে। দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের নাগরিকেরা জুবিলি লাঞ্চে অংশ নিবে। তাছাড়া ঐতিহ্য ধরে রেখে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, জরুরি সেবা এবং সরকারী চাকরিতে কাজ করা ব্যক্তিদেরকে প্ল্যাটিনাম জয়ন্তী পদক প্রদান করা হবে। এছাড়া আরও কিছু চমকপ্রদ কর্মসূচি রয়েছে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর শাসনকালে পৌঁছা উপলক্ষে।