সিলেটের ৬ উপজেলার জাতীয় পার্টির পুরান কমিটি বিলুপ্ত, ১৫ দিনের মধ্যে নতুন কমিটি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২১, ১:৫৮:৩৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেট জেলার ৬ উপজেলার জাতীয় পার্টির পুরান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট সদর উপজেলা, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার সকল কার্যক্রম স্থগিত করে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
একইসাথে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন লক্ষ্যে স্ব স্ব উপজেলার জাতীয় পার্টি সিলেট জেলার বর্তমান আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।