মেট্রোরেলের ছয় কোচের দ্বিতীয় সেট ঢাকায় পৌঁছল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২১, ১:২৪:০৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : মেট্রোরেলের ছয় কোচের আরেকটি সেট ঢাকায় এসে পৌঁছেছে। রাত সোয়া সাতটার দিকে দুটি কোচ নিয়ে প্রথম বার্জ দিয়াবাড়ীর কাছে জেটিতে পৌঁছে। অন্য চারটি কোচবাহী বার্জও ওই এলাকায় রাতেই নোঙ্গর করে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল বুধবার সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এর আগে গত ২১ এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ট্রেন ঢাকায় আসে। ১২ মে বাংলাদেশের প্রথম বিদুৎ চালিত এই ট্রেন উত্তরা ডিপোর ভেতরেই ৫০০ মিটার এলাকায় চালিয়ে ট্রায়াল দেয়া হয়।




