ধীরাজ পাল হত্যা: ৩ জন রিমাণ্ডে, কিছু তথ্য উদঘাটন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২১, ৫:৪০:২১ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেটের বালাগঞ্জ উপজেলায় একটি ইটভাটার প্রধান ব্যবস্থাপক ধীরাজ পালকে (৬০) হত্যার কিছু তথ্য উদঘাটন করেছে পুলিশ। তাকে অফিসকক্ষেই কুপিয়ে হত্যা করা হয়। আর এ হত্যাকাণ্ডটি হয়েছে ১৬ মিনিটের মধ্যে। সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৮ মে বেলা ১টা ৩৫ মিনিট থেকে ১টা ৫১ মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটেছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। ঘটনার দিন বিকাল থেকে আমরা তদন্তে নামি। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই সিলেটের এসপি খালেদ উজ জামান।
এ ঘটনায় ইটভাটার মালিকপক্ষ, সহকারী ম্যানেজার ও লাশের সঙ্গে হাসপাতালে যাওয়া ছয়জনকে পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের কাছে সন্দেহজনক কোনো তথ্য মিলেনি। ধারণা করছি জানাশোনা কেউ হত্যার সঙ্গে জড়িত।
এ ঘটনায় ২৯ মে দিনগত রাতে নিহতের বড় ছেলে প্রভাকর পাল বাপ্পা বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত ধীরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানার আলমপুর গ্রামের দিজেন্দ্র পালের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গহরপুরপুর ব্রিকস ফিল্ডে (জেবিসি) ইটভাটায় আট বছর ধরে কর্মরত ছিলেন ধীরাজ পাল। ২৮ মে বন্ধের দিন থাকায় ইটভাটায় কোনো শ্রমিক কাজে ছিলেন না। কার্যালয়ে ধীরাজ একাই ছিলেন। সেদিন বেলা ২টার দিকে ইটভাটার সহকারী ম্যানেজার মিনুর মিয়া পাশের একটি মসজিদে জুম্মার নামাজ শেষ করে ধীরাজের অফিস কক্ষে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় ইটভাটার ক্যাশবাক্স ভাঙা অবস্থায় দেখতে পান মিনুর। এ বিষয়ে মিনুর মিয়া গণমাধ্যমকে বলেন, ইটভাটা পরিচালনায় থাকা একজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশায় ধীরাজকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। ধীরাজের মাথার পেছনে ও পায়ে কোপের চিহ্ন ছিল। তবে ধারণা করা হচ্ছে, ক্যাশবাক্স লুট করতেই ম্যানেজারকে কুপিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে ক্যাশ বাক্সে টাকার পরিমাণ কত ছিল সে বিষয়ে মালিক পক্ষ কিংবা তদন্ত সংশ্লিষ্টদের কাছ থেকে কিছু জানা যায়নি। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ধীরাজের সঙ্গে কারও পূর্ব শত্রুতা ছিল পরিবারের সদস্যদের কাছে এমন কোনো তথ্য নেই।
বালাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ক্লু উদঘাটনে তদন্ত চলছে, এতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
এদিকে, এই হত্যাকাণ্ডের সুষ্টু তদন্ত, জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ৩০ মে দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে আলমপুর এলাকাবাসী। মানববন্ধন পরবর্তী সিলেট-জকিগঞ্জ সড়কে অবরোধ করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধকালে র্যাব-৯ এর অধিনায়ক আবু মুসা মো. শরীফুল ইসলাম ও মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের সুষ্টু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন।
এছাড়া পুলিশ সুপার ফরিদ উদ্দিন মোবাইল ফোনে একই আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।
সর্বশেষ:
সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পাল (৬০) হত্যা মামলায় ইটভাটার মালিকপক্ষের একজন অংশীদারসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আজ মঙ্গলবার দুপুর থেকে তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
গতকাল সোমবার ইটভাটার মালিকপক্ষের অংশীদার মেরাজুল ইসলাম চৌধুরী, ইটভাটার ব্যবস্থাপকের সহকারী সুহেদ আহমদ ও সিএনজিচালিত অটোরিকশাচালক রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন গত শুক্রবার রাতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল।