‘ফিলিস্তিনের প্রতি বঙ্গবন্ধুর সেই সমর্থন আজও অবিচল’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ১০:৫৫:৩৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ‘বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে সব সময়ই বিশ্বের নির্যাতিত মানুষের পাশে থেকেছে। দখল ও বৈষম্যের বিরুদ্ধে বহু বছরের সংগ্রামের কারণে বঙ্গবন্ধু ফিলিস্তিনিসহ সকল নিপীড়িত ও শোষিত বঞ্চিত মানুষের বেদনা দৃঢ়ভাবে অনুধাবন করেছিলেন।’ বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ সোমবার ( ৩১ মে) সন্ধ্যায় ওআইসি এর অঙ্গ সংগঠন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম আয়োজিত ‘ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ক শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তব্য রাখেন সেখানেও তিনি ফিলিস্তিনের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী মনে করেন, ফিলিস্তিনের প্রতি বঙ্গবন্ধুর সেই সমর্থনের ঘোষণার প্রতি আজও বাংলাদেশ অবিচল রয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর সম্প্রতি ইসরাইলের নগ্ন হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দৃঢ়ভাবে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
প্রতিমন্ত্রী ফিলিস্তিনের যুবকদের দুর্বিষহ ও অনিশ্চিত জীবন যাপনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বের শান্তিকামী সকল মানুষকে ফিলিস্তিন যুবকদের একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের আহবান জানান।
অনুষ্ঠানে আইসিওয়াইএফ এর প্রেসিডেন্ট তাহা আইয়ানের সভাপতিত্বে বাংলাদেশ ছাড়াও মরক্কো, তুরস্ক, পাকিস্তান, লেবানন, লিবিয়া ও ফিলিস্তিনের যুব ও ক্রীড়া মন্ত্রীগণ বক্তব্য রাখেন।