চার দফা ভূমিকম্প সিলেটে: একটির উৎপত্তিস্থল রাতারগুল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২১, ২:০৫:২৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক : দেশের একমাত্র সােয়াম ফরেস্ট পর্যটনীয় স্পট সিলেটের রাতারগুল ছিল শনিবারের চারটি ভূমিকম্পের একটির উৎপত্তিস্থল। সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এই তথ্য জানান । সিলেটে চারদফা ভূমিকম্প অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে রোববার ( ৩০ মে ) অনুষ্ঠিত জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি তুলে ধরেন তিনি।
তাছাড়া আগামী সপ্তাহে সিলেটের জৈন্তাপুর, গােয়াইনঘাট কানাইঘাট উপজেলায় ভারি বৃষ্টিপাত ও বন্যা হওয়ার পূর্বাভাস দেন তিনি । সিলেটের জেলা প্রশাসক ও কমিটির সভাপতি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমিকম্প ও বন্যা পরবর্তী করণীয় ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় বক্তব্য রাখেন সিলেট সেনানিবাসের লে. কর্ণেল জাহিদ, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মাে. তারিক, সিলেট মেট্রোপলিট পুলিশের উপ কমিশনার শেখ আজবাহার আলী, সিলেট সিটি করপােরেশনের নির্বাহী প্রকৌশলী মাে. রুহুল আলম, সিলেট জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর হােসেন, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মাে . শােয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাে , আনিসুর রহমান, কলামিষ্ট আফতাব চৌধুরী, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এএইচএম মাহফুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মােস্তাফিজুর রহমান, র্যাবের এএসপি ওবাইন , বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমদ মুক্তা ছাড়াও প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা । সভায় বক্তারা ভূমিকম্পে করণীয় ব্যাপারে জনসাধারণকে সচেতনার জন্য ব্যাপক প্রচারণা চালানাে ও নগরের ঝুঁকিপুর্ণ ভবন ও মার্কেটের ব্যাপারে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান । দূর্যোগ ব্যবস্থাপনায় সব ধরনের সহযােগিতা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান লে . কর্নেল জাহিদ । সিলেট সিটি করপােরেশনের নির্বাহী প্রকৌশলী মাে. রুহুল আলম সিসিকের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন ।