চার বার ভূমিকম্প হওয়ায় সিলেটের ঝুঁকিপূর্ণ ভবনে রোববার অভিযান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২১, ১:০৮:০১ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেট ভূমিকম্পের ‘ডেঞ্জার জোন’ বহু আগে চিহ্নিত ডাউকি প্লেট কাছে থাকায়। এ কারণে মহানগরের বেশকিছু ভবন কয়েকবছর আগে থেকেই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে রেখেছে। শনিবার নগরীতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে ৪ বার ভূমিকম্প অনুভূত হওয়ায় আবারও আলোচনায় এসেছে সিসিকের তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনগুলো।
এদিকে আজ শনিবার বিকেলে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের আগাম এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে আজ কিছুক্ষণ পরপর ভূমিকম্প হয়েছে। সেটিকে আমরা এলারমিং হিসেবে নিয়েছি। এছাড়া তিনি বলেন, আমরা একটি টিম গঠন করেছি। ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে ঐ টিম আগামিকাল রবিবার সকাল থেকে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করা হবে। যেগুলো রিমোভ করা যায় সেগুলো করা হবে। এ সময় মেয়র আরো বলেন, যেসব জায়গায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকে না সেগুলো চিহ্নিত করা হবে। অভিযানে মেয়র আরিফ নিজেও উপস্থিত থাকবেন বলে জানান।