ফেঞ্চুগঞ্জের পুরান সারকারখানা আবার নিলামে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ১:৩০:১৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি পুনরায় নিলামে যাচ্ছে। ফেঞ্চুগঞ্জে নতুন নির্মাণ করা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) হওয়ায় পুরাতন এ ফ্যাক্টরি গত বছর ২০ অক্টোবর নিলাম আহবান করা হলে মেসার্স আতাউল্লাহ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান ১০৩ কোটি টাকায় কারখানাটি স্ক্রেপ হিসাবে কিনে নেন। কিন্তু নিয়মমাফিক টাকা জমা না করায় এটি পুনরায় নিলামের সিদ্ধান্ত নেয় শিল্প মন্ত্রনালয়। নতুন নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানার বিভিন্ন স্ক্রেপ এক লট যেখানে যে অবস্থায় আছে সেভাবেই নিলাম হবে। দরপত্র মূল্য অফেরতযোগ্য ১০ হাজার টাকা নির্ধারণ কর হয়েছে। আগামী ৪ জুলাই দরপত্র বিক্রয় শেষ হয়ে ৫ জুলাই এসএফসিএল এর মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) এর দপ্তরে ওপেন টেন্ডার মেথডে খোলা হবে। অন্যদিকে পুনরায় নিলামের আয়োজনে চাঞ্চল্য দেখা দিচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। চলছে মিটিং ও হিসাব নিকেশ। বিভিন্ন শিল্পপতিদের আনাগোনা বাড়ছে কারখানা এলাকায়।
ফয়ছল এন্ড কোম্পানির চেয়ারম্যান ডিএম ফয়ছল জানান, গত টেন্ডারে তার কোম্পানি অংশগ্রহণ করে তৃতীয় সর্বোচ্চ দর দিয়েছিল। এবারও অংশগ্রহণ করবেন সর্বোচ্চ দর দিতে তিনি প্রস্তুত। নাম প্রকাশে অনিচ্ছুক চট্রগ্রাম থেকে আসা এক ব্যবসায়ী গ্রুপ জানান, তারাও ঘুরে ঘুরে খবর নিচ্ছেন। নিলামে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। প্রসঙ্গত, এশিয়ার সর্ববৃহৎ প্রাচীন এই সারকারখানাটি ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জে নির্মাণ করা হয়েছিল।