সিলেটে ১ ঘন্টার ভিতর ৪ বার ভূমিকম্প
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২১, ১২:৪৫:০৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেট শহরে এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্প হয়েছে। সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ জানা কথা যে, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এসব ভূমিকম্প অনুভূত হয় বলে শহরের বাসিন্দারা জানিয়েছেন।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জানান, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
এদিকে এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্পে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়। কেউ কেউ গাড়ি থামিয়ে নেমে পড়েন।
সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী সুকমল রায় বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠান তৃতীয় তলায়। ভূমিকম্পে প্রথম দফায় জোরে একটি ধাক্কা দেয়। এ সময় আমি কর্মচারীদের নিয়ে শপিং মলের নিচে নেমে আসি। কিছু সময় নিচে অবস্থান করার পর শপিং মলে উঠতে গেলে আবার আরেক দফা কম্পন হয়।’