ইংল্যান্ডে করোনায় মৃত্যু কমলেও আক্রান্ত বাড়ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৯:৪৭:৫৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ইংল্যান্ডে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত দিন দিন বাড়ছে।
আজ শুক্রবার গত ২৪ ঘণ্টায় সরকারি তথ্য অনুযায়ী করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮২ জন।
গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছিল ১০ জনের এবং আক্রান্ত ৩৫৪২ জন।
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৬৮ জনে। এবং মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৫ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৮৮ লক্ষ ৭১ হাজার ২০০ জন।
দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ২ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার ৫২ জন।