অনার্স-মাস্টার্স পরীক্ষা সশরীরে নেয়া যাবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৯:২১:১৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি (ইনপার্সন) বা সশরীরে ও অনলাইন পদ্ধতিতে নেওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। তাতে বলা হয়, দেশে বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাকার্যক্রম চালু রাখার স্বার্থে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমােদনক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোর পর্যায়ের পরীক্ষা সরাসরি (ইনপার্সন) ও অনলাইন পদ্ধতিতে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্তের পর ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি।