এ্যাক্সক্লুসিভ: ‘জেরুজালেম পোস্ট’ বাংলাদেশের পাসপোর্ট বিষয়ে যে খবর বোস্ট করেছে ফেইসবুকে…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২১, ৫:৪৩:৫৪ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: ইসরাইলের পক্ষে থাকা মধ্যপ্রাচ্যের পত্রিকা ‘জেরুজালেম পোস্ট’-র অনলাইন সংস্করণে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এ্যাক্সেপ্ট ইসরাইল’ তুলে দেয়া বিষয়ক খবরটি পত্রিকাটি ফেইসবুকে বোস্ট করেছে। গত পাঁচ দিন ধরে এটি ঘুরে বেড়াচ্ছে। যদিও প্রায় শত বর্ষ পুরান এ পত্রিকার ঐ বোস্ট আইটেমটিতে পাঁচ দিনে মাত্র ১.৬k প্রতিক্রিয়া এসেছে।
‘বাংলাদেশ লিফ্টস ব্যান অন ট্রাভেল টু ইসরাইল’ শীর্ষক খবরটি তারা কীভাবে লিখলো—এ প্রশ্ন পাঠকের মনে এসেছে। কারণ দেশের পাসপোর্ট থেকে ‘এ্যাক্সেপ্ট ইসরাইল’ মুছে ফেলার অর্থ এ নয় যে বাংলাদেশের মানুষ ইসরাইল সফর করতে পারবে। দু’দেশের মধ্য কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয় নি।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন পরিস্কার জানিয়েছেন, ‘এ্যাক্সেপ্ট ইসরাইল’ মুছে ফেলাতেই বাংলাদেশিরা ইসরাইলে যেতে পারবে না। তিনি বলেছেন, ‘কোনো বাংলাদেশী ইসরাইল যেতে পারবেন না, কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করে যাবে।’
তাহলে বিখ্যাত পত্রিকা ‘জেরুজালেম পোস্ট’ কেন এমন সংবাদ প্রচার করছে— এ প্রশ্ন সচেতন পাঠকদের।
উল্লেখ্য ১৯৩২ সালে প্রতিষ্ঠিত ‘প্যালেস্টাইন পোস্ট’ ছিল। পরে ‘জেরুজালেম পোস্ট’ নাম ধারণ করে। পত্রিকাটি তার সম্পাদকীয় কলামে ইসরাইলের পক্ষে মতামত রেখে আসছে।