কত ডিগ্রি তাপমাত্রায় কতক্ষণ ভাল থাকে ফাইজারের টিকা?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ১০:৩৬:১৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুই ডোজ ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ টিকা -৯০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি পাঁচ দিন ও ৩০ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনটি দুই ঘণ্টা ভালো থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।