ইসরাইলের জন্যে আকাশপথ নিষিদ্ধ, সকল সুবিধা স্থগিত : সৌদি আরবের সিদ্ধান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ১০:১৭:১৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ইসরায়েলি বিমানের জন্য সৌদি আকাশপথ নিষিদ্ধ করেছে সৌদি সরকার। হঠাৎ কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি। গত মঙ্গলবার ইসরায়েলের জন্য আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দিয়েছিল সৌদি।
তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।
সৌদির বাদশা শাহ সালমান ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির পর ঘোষণা করেছিলেন ফিলিস্তিনের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলিদের সকল সুযোগ সুবিধা স্থগিত করা হবে।