তারাপুর চা বাগানের শ্রমিক অসন্তোষের সমাধান হল যেভাবে, কাজে যোগ দিচ্ছেন আজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ১১:০৭:১৬ অপরাহ্ন
অনুপম সংবাদদাতা: তারাপুর চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরি পাওয়ার আশ্বাস পেয়ে আজ বৃহস্পতিবার থেকে পুনরায় কাজে যােগ দিচ্ছেন। গতকাল বাগানের পরিচালনা কমিটি ও শ্রমিকদের মধ্যে একটি সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা যায়, দুই সপ্তাহের মজুরি না পাওয়ায় গত ২০ মে থেকে চা বাগানে কাজে যােগ দিচ্ছিলেন না ১৪১ জন শ্রমিক । বাগান কর্তপৃক্ষ জানায়, দেশের সব বাগানের মতাে তারাপুর চা বাগানও প্রতিবছর কৃষি ব্যাংকের ঋণে চলে। তবে এ বছরের ৬ মে কৃষি ব্যাংক জানায় তারা ঋণ দিতে পারবে না। এদিকে, চা পাতা বিক্রি করে ব্রোকারের কাছ থেকে পাওয়া প্রায় ৮ লাখ টাকা কৃষি ব্যাংকে থাকলেও তা উত্তোলন করতে পারছেন বাগান কর্তৃপক্ষ। এছাড়া বাগান পরিচালনা কমিটি গত কয়েকমাসে বাগান পরিচালনা করতে গিয়ে প্রায় ২৯-৩০ লাখ টাকা দেনা করে আর্থিক সংকটে পড়েছে। ফলে গত ২০ মে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় তাদের ওই সপ্তাহের মজুরি দেওয়া সম্ভব না। এরপর থেকেই শ্রমিকরা চা পাতা উত্তোলনে যােগ দিচ্ছে না। এ অবস্থায় গতকাল বুধবার চা বাগানের বাংলােতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাগান পরিচালনা কমিটি ও শ্রমিকরা। বৈঠকে শ্রমিকদের আশ্বাস দেওয়া হয় আজ বৃহস্পতিবার বকেয়া দুই সপ্তাহের মজুরি দেওয়া হবে। আর বাকি বকেয়া এক সপ্তাহের মজুরি আগামী সপ্তাহের মজুরির সঙ্গে দেওয়া হবে। এ আশ্বাসে শ্রমিকরা আজ বৃহস্পতিবার থেকে কাজে যােগ দিতে রাজি হন। বিয়ষটি নিশ্চিত করেন তারাপুর চা বাগান পরিচালনা কমিটির সম্পাদক শান্তনু দত্ত শন্তু। বৈঠকে শ্রমিকদের আশ্বাস দেন বর্তমান সপ্তাহসহ বকেয়া তিন সপ্তাহের মজুরির মধ্যে আজ বৃহস্পতিবার তাদের দুই সপ্তাহের মজুরি দেওয়া হবে ও বাকি বকেয়া এক সপ্তাহের মজুরি আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরির সঙ্গে তাদের দেওয়া হবে। চা শ্রমিকরা এ আশ্বাসে কাজে যােগ দিতে রাজি হন। আজ বৃহস্পতিবার থেকে তারা কাজ যােগ দেবেন।
জানা গেছে দ্বিপাক্ষিক বৈঠকে বাগান পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি ড . নারায়ণ সাহা, সহ সভাপতি অ্যাডভােকেট নিলন্দু দে, সদস্য অ্যাডভােকেট বেদানন্দ ভট্টাচার্য, ডা. বনদ্বীপ লাল দাশ ও সম্পাদক সিটি কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু । এছাড়া শ্রমিকদের পক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গােয়ালা, তারাপুর চা বাগানের শ্রমিক নেতা চৈতন্য মােদী ও সুনীল মােদীসহ ১১ জন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গােয়ালা বলেন, পরিচালনা কমিটির বকেয়া মজুরি দেওয়ার আশ্বাসে শ্রমিকরা আজ থেকে কাজে যােগ দেবেন। এছাড়া তারা আশ্বাস
পেয়েছেন দ্রুত ব্যাংক ঋণও পাওয়া যাবে। আর, জেলা প্রশাসক শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ৮-৯টি ঘর সংস্কার করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।




