করোনার টিকা দিতে হবে তাই অন্যতর বঞ্চনায় হাজার হাজার সৌদি প্রবাসী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ১:১৩:৫৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনা মহামারির কারণে সৌদিআরবে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী করোনার টিকার দুই ডোজ শেষ করার জ্যামে আটকে নিয়মিত বাৎসরিক ছুটিতে দেশে আসতে পারছেন না। বিশেষত, যারা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি করেন তারা ছুটিতে এলে যেসব সুবিধা পান, সেসব সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।
সৌদিআরব থেকে প্রবাসী আব্দুর রহমান (ছদ্মনাম) অনুপমনিউজ২৪-কে বলেন, ‘আমি ১৮ বা ২০ মাস পর ছুটি নিয়ে যাই দেশে। দুই মাস বা (অনুরোধে) ৭০ দিন ছুটি পাই। কিন্তু এবার দুই বছর পার হওয়ার উপক্রম করোনার টিকার ডোজ সম্পন্ন করার প্যাঁচে পড়ে। একটা নিয়েছি টিকা। আরেকটার সিরিয়াল কবে আসবে ঠিক নাই। এবার ছুটি ও ছুটিকালিন টাকাও পাওয়া হবে না হয়ত।’
তিনি আরও বলেন, ‘এক টিকা নিয়ে দেশে গেলে ফিরে আসা হবে না, ঢুকতে দিবে না এ দেশে। শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের লাখো মানুষ এই প্যাঁচে পড়ে ছুটিতে যেতে পারছে না এবার। কারও এক মাস, কারও দুই মাস, কারও তিন মাস পার হলে ছুটি বাতিল হয়ে যাবে।
বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি যেমন: ফেডেক্স, ডিএইচএল, আল শায়া ইন্টারন্যাশনাল ট্রেডিং, ক্যারেফোর ইত্যাদি। এই কোম্পানিগুলোতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হাজার হাজার মানুষ কর্মরত। ওরা সবাই করোনার কারণে, সৌদি সরকারের নতুন শর্ত আরোপের কারণে বিস্তর ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে সৌদি আরব সরকারের নতুন বিধিনিষেধের কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন দেশে আটকে পড়া প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রবাসী। নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরবে প্রবেশের পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এবং সৌদি আরবগামী সবার বাধ্যতামূলক মেডিকেল ইনস্যুরেন্স থাকতে হবে, যেন করোনা আক্রান্ত হলে চিকিৎসা খরচ বীমার আওতায় বহন করা যায়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিয়ম লঙ্ঘনকারীদের সৌদি থেকে বহিষ্কার করা হবে এবং উপসাগরীয় দেশগুলোতে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হবে।


