ঢাকায় যুবকের ৬ টুকরা লাশ, ইমাম আটক, কারণ পরকিয়া..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২১, ১২:০০:০৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : দেশের রাজধানী ঢাকার দক্ষিণখানে একটি মসজিদের সেপটিক ট্যাংকে যুবকের ছয় টুকরা লাশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এই ঘটনায় মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া লাশটি আজহারুল (৩৫) নামের এক যুবকের। তিনি নিপা গার্মেন্টসে চাকরি করতেন। মসজিদের পাশেই তার বাসা ছিল।
আজিজুল হক বলেন, মসজিদের ইমাম আবদুর রহমানের (৫৫) কাছে আরবি শিখতেন আজহারুল। একপর্যায়ে তার স্ত্রীর সঙ্গে ‘সম্পর্ক’ হয় ইমামের।
তিনি বলেন, ঈদের আগে পরিবারসহ টাঙ্গাইলের কালিহাতীতে গ্রামের বাড়ি চলে যান আজহারুল। গ্রাম থেকে ফিরে বুধবার অফিস করার পর বৃহস্পতিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এই পুলিশ কর্মকর্তা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে র্যাব-১ এর একটি দল এসে মসজিদের ইমামকে জিজ্ঞাসাবাদ করে। পরে নিচ তলার সেপটিক ট্যাংক থেকে ছয় টুকরা লাশ এবং ইমামের ঘর থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। মসজিদের দ্বিতীয় তলায় থাকতেন ইমাম আবদুর রহমান। জানা যায়, যুবক আজহারুলের সাথে ইমামের ‘সম্পর্ক’ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হত্যাকাণ্ড হয়।
এ বিষয়ে র্যাব সংবাদ সম্মেলন করে জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মসজিদের ইমাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
আজহারের স্ত্রী আসমা আক্তারকেও পরে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার রাতে জানিয়েছেন র্যাব-১ এর কর্মকর্তা এএসপি মুশফিকুর রহমান তুষার। আজহারের স্ত্রীও এই হত্যাকাণ্ডে জড়িত বলে র্যাবের সন্দেহ।
এলাকাবাসী জানায় হত্যাকাণ্ডের পরদিন জুমার নামাজে এ ইমাম ভুল করেন এবং সেদিন তাকে অস্বাভাবিক দেখাচ্ছিল। সূত্র: দেশ রূপান্তর, যুগান্তর, বিডি প্রতিদিন, ইন্ডিপেন্ডেন্ট টিভি




