কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে দুই জুয়ারী আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ১১:৪০:৩৯ অপরাহ্ন
মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় হাতেনাতে দুই জুয়ারীকে আটক করেছে।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও আটকদের কাছ থেকে এক সেট তাস ও নগদ ৫৮০ টাকা ও দুটি মোবাইল জব্দ করে পুলিশ। আটককৃত জুয়ারীরা হলেন, মধ্যকাশিপুর গ্রামের মৃত শরৎ চন্দ্রের ছেলে কানু চন্দ্র (৪৭) এবং একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে একরামুল হক(৪৪)।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।