দেশে আটকে পড়াদের ইকামা-ভিসার মেয়াদ বাড়াবে সৌদি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ১১:২৯:২৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও সৌদি আরব। বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের যাদের ইকামার মেয়াদ এরিমধ্যে শেষ হবে তাদের ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী ২ জুন পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার সৌদি গেজেট এ খবর জানিয়েছে। প্রবাসীদের জন্য বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়াবে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি গেজেট জানিয়েছে, বাদশা সালমানের নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। দেশের নাগরিক ও বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের অর্থনৈতিক ক্ষতি প্রশমনে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এটা করা হয়েছে।


