যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনরায় প্রাণবন্ত করার প্রধান বন্ধু কাতারের আমির তামিম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ১২:০৬:২৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : কাতার সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ সাহায্যকারী হামাসের। রাজধানী দোহায় হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে আমির শেখ তামিম বিন হামিদ আল থানি যুদ্ধবিধ্বস্ত গাজা পুনঃনির্মাণে সংকল্পবদ্ধ হয়েছেন। ইতোমধ্যে ১.৮ বিলিয়ন ডলার হামাসকে দিয়েছেন কাতারের আমির তামিম আল থানি।
হামাস নেতা হানিয়া কাতারের আমির আল থানিকে ইসরাইলি আগ্রাসনে কূটনৈতিক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আল থানি জানান, ফিলিস্তিনের প্রতি ভ্রাতৃত্বের দায়বদ্ধতার জন্যই কাতার ফিলিস্তিনের পাশে রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে ১১ দিন ধরে সংঘাত চলার পর ২০ মে রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে।
গত ১০ মে রাত থেকে এই ইসরাইল-ঘেরা উপত্যকায় ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় অন্তত ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরাইলে হামাসের ছোঁড়া রকেটে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।