মালিতে অভ্যুত্থান: প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বন্দী সামরিক ঘাঁটিতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৮:৩৯:১১ অপরাহ্ন
অনুপম ডেস্ক : মন্ত্রিসভার পুনর্গঠনের পর মালিতে সামরিক বাহিনীর সদস্যরা দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। খবর আল জাজিরা, রয়টার্স ও বিবিসির।
জানা গেছে, প্রেসিডেন্ট বাহ নদাও, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান ও প্রতিরক্ষামন্ত্রী সুলেমান ডকারকে সোমবার কাতি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে মালির সামরিক বাহিনীর এক শীর্ষ সদস্য এ খবর নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার দেশটির মন্ত্রিসভার পুনর্গঠনের পর এ ঘটনাকে দৃশ্যত সামরিক অভ্যুত্থান হিসেবে দেখছে বিশ্ব মিডিয়া। এরই মধ্যে জাতিসংঘ দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।