বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে নিসচার সৌজন্য সাক্ষাৎ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২১, ৩:৩৮:৩৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী মহোদয়ের সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
সোমবার (২৪ মে) বেলা ২ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ, নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক হানিফ মোবাইল এন্ড বিকাশ কাস্টমার কেয়ারের পরিচালক হানিফ পারভেজ, মাস্টার জাকির হোসেন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ সভাপতি মার্জানুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন, শুভাকাঙ্ক্ষী সুপ্রিয় দাস সহ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন (নিসচা) একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন, তিনি নিসচার কাজের প্রশংসা করেন এবং কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।