বিমানে বোমা আছে বলে নামতে বাধ্য করে সম্পাদককে গ্রেপ্তার, ইইউ ন্যাটো…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ২:২৭:০৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক : একটি মিডিয়া নেটওয়ার্কের সম্পাদককে ধরবার জন্যে গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানে ‘বোমা আছে’ বলে মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ কর্তৃপক্ষ। দেশটির সরকারবিরোধীদের দাবি, ভিন্নমতাবলম্বী ওই সাংবাদিককে গ্রেফতার করতেই মিনস্কে ওই বিমানকে নামতে বাধ্য করা হয়।
রবিবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে।
বেলারুশের নেক্সটা মিডিয়া নেটওয়ার্ক বলেছে, ওই ফ্লাইটে তাদের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচ ছিলেন, তাঁকে আটক করা হয়েছে।
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, বোমা আতঙ্কে বিমানটি বেলারুশের রাজধানী মিনস্কে ঘুরিয়ে নেওয়া হয়েছে। তবে তাতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। বেলারুশের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ অভিযোগ তুলে শাস্তি দাবি করেছে তারা। ইউরোপজুড়ে রাজনৈতিক নেতারা এরই মধ্যে এ ঘটনায় ইইউ ও ন্যাটোর হস্তক্ষেপ চেয়েছে।
এদিকে, বেলারুশের বিরোধী নেতা স্ভেতলানা টিকানোভস্কিয়াও সাংবাদিক প্রোতাসেভিচের মুক্তি দাবি করেছেন।