সিলেটে এবার বোরোর বাম্পার ফলনে অতীতের সব রেকর্ড অতিক্রম
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ১:৪৪:৪০ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেটে এবার বোরোর বাম্পার ফলন অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। এবার চাল উৎপাদন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩০ হাজার টন বেশি উৎপাদন হয়েছে।
কৃষি বিভাগ জানায়, সিলেট অঞ্চলে এ বছর ৪ লাখ ৮৩ হাজার ৭০৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়। চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১৯ লাখ ৩৭ হাজার ৯৭৮ টন। উৎপাদন হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ১৭৫ টন।
শীত কম, পরিমিত বৃষ্টি থাকা, উচ্চ ফলনশীল জাত আবাদ বেশি হওয়ার কারণে এবার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। একইসঙ্গে ধান কাটার সময় আবহাওয়া অনুকুল থাকায় ফসলহানীও হয়নি। সব মিলিয়ে এবার বোরো আশাতীত ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে।
এর আগে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ ৪ লাখ ৮১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। হেক্টর প্রতি ৪ দশমিক ০ গড়ে উৎপাদন হয় ১৯ লাখ ২৯ হাজার ২৩ টন চাল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গত বছর (২০১৯-২০) বোরো আবাদ হয় ৪ লাখ ৭৪ হাজার ১৯২ হেক্টর জমিতে। উৎপাদন হয় ১৮ লাখ ৬৪ হাজার টন চাল। গত বছরের চেয়ে এবার প্রায় এক লাখ টান বেশি চাল উৎপাদন হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে বোরোর আবাদ হয় ৪ লাখ ৭৮ হাজার ৮৬৯ হেক্টর। চাল উৎপাদেনের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৮ লাখ ৭৭ হাজার ১০৫ টন। উৎপাদন হয় ১৮ লাখ ৭৭ হাজার ৮১৪ টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০৯ টন বেশি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে ৪ লাখ ৬১ হাজার জমিতে উৎপাদন হয় ১৬ লাখ ৯০ হাজার ৯৭৩ টন। ২০১৫-১৬ অর্থবছরে ৪ লাখ ৬৫ হাজার ৭০৬ হেক্টর জমিতে উৎপাদন হয় ১৫ লাখ ৫৩ হাজার ৫৮৭ টন চাল। সূত্র: বাসস