সিদ্ধান্ত পরিবর্তন: সৌদি ফ্লাইট বিমানের ২৯ মে থেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ১১:২৪:০৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক : চার দিন পর আজ থেকে বিমানের সৌদি ফ্লাইট সীমিত আকারে চালু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৯ মে থেকে সৌদি ফ্লাইট শুরু করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান।
গতকাল রোববার (২৩ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদিগামী যাত্রীদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে হবে। ভিসার মেয়াদের ওপরে অগ্রাধিকারভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে।
প্রসঙ্গত, হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবগামী সব ফ্লাইট গত ২০ মে থেকে স্থগিত রেখেছে।




